সাধারণ জ্বর !

শরীরে নির্দিষ্ট তাপমাত্রা (৯৮ ডিগ্রী ফাঃ) এর বেশি হলে তাকে সাধারণ জ্বর বলে। সাধারণত পানিতে ভেজা, গরম লাগা, সর্দি, শোক, উত্তেজনা প্রভৃতি নানা কারণে হঠাত্‍ দেহের তাপমাত্রা বৃদ্ধি পায়। রাতজাগা, অনিয়ম, বেশি মদ্যপান, অতিরিক্ত মানসিক চাঞ্চল্য, অতিরিক্ত পরিশ্রম প্রভৃতি কারণেও এটি হতে পারে। এর কোন নির্দিষ্ট কারণ বলা যায় না। অনেক সময় এটি এমনিই কমে যায়। এটি দীর্ঘস্থায়ী নয়। তবু প্রাথমিক অবস্থার জন্য জ্বর বোঝা না গেলে এর চিকিত্‍সা প্রয়োজন। অনেক সময় গুপ্ত কোন জীবণুর জন্যও এই জ্বর হতে পারে।
লক্ষণঃ
১. শরীরের তাপমাত্রা বৃদ্ধি, বমি বমি ভাব, মাথাব্যথা, মাথাঘোরা ইত্যাদি। ২. প্রায়ই কোষ্ঠবদ্ধতা থাকে।
৩. চোখ জ্বালা, মাথা ভার, দেহে জ্বালা প্রভৃতি লক্ষণ এতে থাকতে পারে।
পরীক্ষাঃUrine R/E, Hb%, TC, DC, ESR test, Widel test, Mp test করাতে হবে।
চিকিত্‍সাঃ
প্রাথমিক অবস্থায় ১টি করে প্যারাসিটামল দিনে ৩ বার খেতে হয়। আর জ্বর স্থায়ী হতে থাকলে চিকিত্‍সকের পরামর্শ অনুযায়ী সুনির্দিষ্ট অ্যান্টিবায়োটিক ওষুধ ১টি করে দিনে ৩/৪ বার সেবন করতে হতে পারে।
উপদেশঃ
১. পরিপূর্ণ বিশ্রাম।
২. জ্বর বেশি হলে মাথা ধোয়ানো, স্পঞ্জ করা ইত্যাদি।
৩. দুধ, সাগু, বার্লি, ফলের রস প্রভৃতি পথ্য।

আমড়ার পুষ্টিগুণঃ

এখন আমড়ার মৌসুম। এ দেশে দুই ধরনের আমড়া পাওয়া যায়। দুই রকমের আমড়াতেই রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন ‘সি’। এর ভিটামিন দাঁতের মাড়ি শক্ত করে, দাঁতের গোড়া থেকে রক্ত, পুঁজ, রক্তরস বের হওয়া প্রতিরোধ করে। আমড়ার ভেতরের অংশের চেয়ে বাইরের খোসায় রয়েছে বেশি ভিটামিন ‘সি’ আর ফাইবার বা আঁশ, যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে দ্বিগুণ শক্তিশালী করে। আর আঁশ জাতীয় খাবার পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্রের জন্য ভীষণ উপকারী

বেকারত্বে অকালমৃত্যু!

৪০ বছর ধরে ১৫টি দেশে গবেষণা শেষে দেখা গেল, প্রায় ৬৩ শতাংশ মানুষ বেকারত্বের কারণে অপ্রাপ্তবয়স্ক অবস্থাতেই মারা গেছে। ১৫টি দেশের প্রায় ২ কোটি মানুষের তথ্য নিয়ে এ গবেষণা চালিয়েছে নিউইয়র্কের ম্যাকগিল বিশ্ববিদ্যালয়েরগবেষকরা। জরিপে দেখা গেছে, বেকারত্বের হার ও অপ্রাপ্তবয়স্ক অবস্থায় মৃত্যুর হার উন্নত-অনুন্নত সব দেশেই সমান। বেকারত্ব সমস্যার কারণে হৃদরোগ, ডায়াবেটিস, ধূমপান ও মাদক নেয়ার হার বেড়ে যায়। এ সবের জন্যই বাড়ে মৃত্যুঝুঁকি। জরিপের পরিচালক অ্যারেন শোর জানালেন, বেকারত্বের কারণে অকালমৃত্যুর হার পুরুষের ক্ষেত্রে ৭৮ শতাংশ ও নারীর ক্ষেত্রে মাত্র ৩৭।

এখন জোড়ে দৌড় দেন !!!

এক ছোট্ট কিউট বাচ্চা এক বাড়িতে বেল বাজাতে চাচ্ছিল কিন্তু সে খাটো হওয়াতে বেলের নাগাল পাচ্ছিল না।সেটা দেখে এক ভদ্রলোক তাকে সাহায্য করার জন্য বেলটা বাজিয়ে দিলেন!
এরপর পিচ্চিকে বললেন " এখন তোমার জন্য কি আর কিছু করতে পারি?? "
পিচ্চির উত্তরঃ













এখন জোরে দৌড় দেন......আমিও দিতাছি!!

কৃপণের বিজ্ঞপ্তি ।

এক কৃপণ গেছে পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে।কারণ তার বাবা মারা গেছেন ।
কর্মকর্তা: কি চাই আপনার ?
কৃপণ: ভাই, আমার বাবা মারা গেছেন। সবচেয়ে ছোট্ট একটা বিজ্ঞপ্তি দিতে কত টাকা লাগবে?
কর্মকর্তা: ১০০ টাকা।
কৃপণ: ওহ্! এত? আচ্ছা যাক, দিলাম না হয় ১০০ টাকা। লিখুন, ‘রফিক সাহেব মারা গেছেন।’
কর্মকর্তা: স্যার, কমপক্ষে আট শব্দের হতে হবে।
কৃপণ: আচ্ছা, তাহলে লিখুন, ‘রফিক সাহেব মারা গেছেন। একটি গাড়ি বিক্রয় হইবে।’
:)