পাওনা টাকা ফেরত

তানিমের কাছ থেকে টাকা ধার করেছিল নিপুণ। দিন যায় মাস যায়, নিপুণ তো আর টাকা ফেরত দেয় না। একদিন পাওনা টাকা ফেরত চেয়ে নিপুণের কাছে চিঠি পাঠাল তানিম।
বেশ কদিন বাদে এল
উত্তর।
বন্ধু তানিম, কেমন আছো? অনেক দিন তোমার দেখা নেই। তোমার চিঠি পেয়েছি। আমি অত্যন্ত দুঃখিত, এত দিন তোমার টাকাটা দিতে পারিনি বলে। আজ চিঠির সঙ্গে টাকা পাঠিয়ে দিলাম। ইতি নিপুণ।
পুনশ্চ: ওহ হো! খামের ভেতর টাকা রাখার আগেই ভুল করে চিঠি সমেত খামের মুখটা বন্ধ করে ফেলেছি। তাই আর টাকাটা দেওয়া হলো না। পরেরবার পাঠাব অবশ্যই।