
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একটু নড়াচড়া বা কাজকর্মে কোমরব্যথা জ্বালাতে শুরু করে।
মূলত মেরুদণ্ডের হাড়ের মধ্যবর্তী তরুণাস্থি বা ডিস্কের বার্ধক্যজনিত পরিবর্তনের ফলে এমন ব্যথা হয়ে থাকে। এ পরিবর্তন ৩০ বছ


বুক জ্বলা, পেটের মাঝখানে চিনচিনে ব্যথা, পেট ফাঁপা ও ভার বোধ হওয়া, বুক-পেটে চাপ অনুভূত হওয়া—এসব হয়নি এমন মানুষ পাওয়া ভার। প্রচলিত কথায় একে বলে পেটে গ্যাস হয়েছে। পাকস্থলী থেকে খাদ্য হজম করার জন্য নির্গত হয় শক্তিশালী হাইড্রোক্লেরিক অ্যাসিড। যা পাকস্থলীকেই