কৌতুক-০১৮ ওবামা ডিম পাড়ে :-D

ক্লাশে শিক্ষক ছাত্রদের কাছ থেকে পড়া জিজ্ঞাসা করছেন।
স্যার : বল্টু বলত,'আমেরিকারপ্রেসিডেন্টের নাম কি' ?
বল্টু : পারি না, স্যার ।
স্যার : তা পারবি কেন ? সারাদিন শুধু ভিডিও গেম নিয়ে পরে থাকিস । ঠিক আছে এই বিষয় নিয়ে একটা প্রশ্নকরি,'তুই যখন গাড়ি রেস দিস তখন তোর গাড়ির স্পিড কত থাকে' ?
বল্টু : মনে নেই ।স্যার : এটাও পারলি না ! সবচেয়ে সোজা একটা প্রশ্নকরি তোকে বলত,'মুরগী কী পারে' ?
বল্টু : জানিনা স্যার ।
স্যার : (রাগান্বিত কন্ঠে) কাল এই তিনটা প্রশ্নের সঠিক জবাব চাই আমি,আর এটাই তোর আজকের বাড়ির কাজ ।
পরের দিন
স্যার : কিরে বল্টু , তোকে যে কাজ দিয়েছিলাম তা হয়েছে ?
বল্টু : জি স্যার ।
স্যার : বল, সবগুলোর উত্তরএকসাথে দিবি ।
↓↓
↓↓
↓↓
↓↓
↓↓
বল্টু : স্যার উত্তরগুলো হচ্ছে,
''বারাক ওবামা ফুল স্পিডে ডিম পারে'' ।
:-D :-D :-D

কৌতুক-০১৭ ছেলে আর মেয়েদের মানসিক দূরত্ব

২ টা মেয়ে এস এস সি পরীক্ষার্থীর কথোপকথন :
.
.
.
১ম জন-- বুঝলি আজকে রিমু আমাকে ৪টা অবজেক্টিভ জানতে চাইছিল তার ভুল উত্তর বলে দিছি।
২য় জন-- ভালো করছিস।
এখন ওর রেজাল্ট খারাপ হবে।







২টা ছেলে এস এস সি পরীক্ষার্থীর কথোপকথন
:১ম জন -- মামা আজকে মেহেদীরে ৫ টা অবজেক্টিভ কইয়া দিছি।
২য় জন -- মেহেদী না তোরে একবার মারছিলো তাও কইয়া দিলি??
১ম জন -- মারামারির সময় মারামারি।
এখন পরীক্ষার সময় আগের কথা ভেবে লাভ আছে ??
মোড়ালঃ ছেলেদের মনে কোনও হিংসা নাই ।

আখের পুষ্টিকথাঃ

আখ বা ইক্ষু এই মৌসুমে বেশি পাওয়া যায়। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এর আঞ্চলিক নাম বিভিন্ন। শর্করা আর চিনিতে পূর্ণ আখ। অতিরিক্ত পরিশ্রমীদের জন্য আখ ভীষণ উপকারী। যাঁরা প্রচুর পরিমাণে শক্তির কাজ করেন (যেমন—রিকশাচালক, দিনমজুর, কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি, খেলোয়াড়, নৃত্যশিল্পী), তাঁদের জন্য আখের রস বা শরবত যথেষ্ট উপকারী। পরীক্ষার আগে ছাত্রছাত্রী ও শিক্ষকদের মস্তিষ্কের পরিশ্রম হয় বেশি। এক গ্লাস আখের রস বা শরবত মস্তিষ্কে দ্রুত গ্লুকোজ (চিনি) সরবরাহ করে। মস্তিষ্ক থেকে শক্তি তখন সারা শরীরে ছড়িয়ে যায়। বাড়ন্ত শিশুদের জন্যও আখ জরুরি পথ্য। আখ শিশুদের বৃদ্ধি ও মানসিক বিকাশে রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা। কারণ, এতে রয়েছে প্রায় ১৫ শতাংশ প্রাকৃতিক চিনি, খনিজ লবণ ও ভিটামিন। অতিরিক্ত জ্বর হওয়ার পরে শরীরে প্রয়োজনীয় উপাদানের ঘাটতি হয়। এ ঘাটতি পূরণ করে আখের রস। পর্যাপ্ত আখের রস, প্রচুর বিশ্রাম, আর পানি জন্ডিসকে করে দ্রুত নিরাময়। রাতকানা, চোখ ওঠা, অতিরিক্ত পড়াশোনা করার পরে চোখে জ্বালাপোড়ার বিরুদ্ধে যুদ্ধ করে আখের রস। কিন্তু উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসের রোগীদের জন্য আখের রস নিষিদ্ধ। কারণ, এতে রয়েছে পর্যাপ্ত চিনি। বাজারের খোলা জায়গায় আখের রস বিক্রি হয়। এটা পরিহার করাই শ্রেয়।
আপনারা সবাই ভালো থাকুন,সুস্থ্ থাকুন এবং আমাদের সাথেই থাকুন।
ধন্যবাদ।

কৌতুক-০১৬শেষ ইচ্ছা


একদিন সাদ্দাম, লাদেন ও বুশের বিচার চলছিল। তাদের শাস্তি হলো ২০করে বেত্রাঘাত।বিচারক প্রথমে বুশকে বললেন শাস্তি পাওয়ার আগে তোমার শেষ ইচ্ছা কি ? বুশ বলল আমার পিঠে একটি বালিশ বাধা হোক।বুশের পিঠে বালিশ বাধা হল।১০ বারি দেওয়ার পর বালিশ গেল ফেটে।বহু কষ্টে বুশ বাকি বেত্রাঘাত সইল।এরপর লাদেন কে বলল তোমার শেষ ইচ্ছা কি ? লাদেন বলল আমার পিঠে দুইটা বালিশ বাধা হোক।তো লাদেন কে কোন আঘাত সইতে হল না। অবশেষে সাদ্দামকে বলা হলো তোমার শেষ ইচ্ছা কি???








সাদ্দাম বলল, আমারপিঠে বুশকে বাধা হোক!! :P

কৌতুক-০১৫ ভিক্ষার অফিস !

ফকিরঃ আপা আল্লাহর ওয়াস্তে একটা টাকা দেন!!
মহিলাঃলজ্জা করেনা রাস্তাতে দাঁড়াইয়া ভিক্ষা করিস!!












ফকিরঃ ওরে বেটি তোর এক টাকার লাইগা কি অফিস খুলুম ?
:P

সময় বাঁচাতে আপনার যতগুলি প্রাইজবন্ড রয়েছে তার ফলাফল জেনে নিন এক ক্লিকে।

প্রিয় পাঠক কেমন আছেন? আশা করি ভালো আছেন।আপনাদের কাছে কয়েকশ হাজার প্রাইজবন্ড জমা হয়ে আছে। যা সময়ের অভাবে পত্রিকায়

→ কৌতুক -০১৪ ←চুইঙ্গাম


একদিন চান্দু আমেরিকাতে গেছে…
সেইখানে সকালে ব্রেড জ্যাম জেলি নিয়া মনের সুখে খাচ্ছে…..
তখন সেখানে এক আমেরিকান চুইনগাম চাবাইতে চাবাইতে তার কাছে এসে আজাইরা আলাপ শুরু করলো
→ আমেরিকানঃ "তোমরা বাঙ্গালীরা পুরা ব্রেড খাও??
→ চান্দুঃ অবশ্যই!!
→ আমেরিকানঃ চুইংগাম চাবাইতে চাবাইতে আর ফুলাইতে ফুলাইতে বলতে থাকলো “ আমরা শুধু ভিতরেরটা খাই আর বাইরেরটা প্রসেসিং করে কনটেইনার এ ভরে বাংলাদেশ এ বেচে দেই!!…
→ আমেরিকানঃ তোমরা কি ব্রেড এর সাথে জ্যাম খাও??
→ চান্দুঃ অবশ্যই!!!
→ আমেরিকানঃ আবার চুইংগাম চাবাইতে চাবাইতে বলল আমরা খাইনা, কারন আমরা ব্রেকফাস্ট এ ফল খাই আর অইগুলার ছোকলা আর ঝুটা গুলা দিয়ে জ্যাম বানাইয়া বাংলাদেশ এ পাঠাইয়া দেই!!!
এইবার চান্দু বললঃতোমরা কি আমেরিকাতে সেক্স কর??
→ আমেরিকানঃ অবশ্যই করি!!
→ চান্দুঃ তাইলে কনডম ইউজ করলে ওইটা কি কর??
→ আমেরিকানঃ ফেলে দেই !
→ চান্দুঃ আমরা ফালাইনা!!
অইগুলা দিয়া চুইংগাম বানাইয়া আমেরিকাতে বিক্রি করি…!!!

→ ফেক ভাইরাস তৈরি করে আপনার বন্ধুর আত্মারাম খাঁচা ছাড়া করে দিন ←

আমরা সবসময় আমাদের বন্ধুদের সাথে মজা করে থাকি আর এই মজার মাত্রা টা আরও একটু বাড়ানোর জন্য এই পোস্ট।এর মাধ্যমে আপনার বন্ধুর আত্মারাম খাঁচা ছাড়া করে দিতে পারবেন ।এই পোস্টে দেখাব নোটপ্যাড ব্যবহার করে কীভাবে একটি ফেক ভাইরাস ফাইল তৈরী করা যায় ।
চলুন শুরু করি









প্রথমে নিচের কমান্ডটি কপি করে নোটপ্যাডে নিন @echo off msg * Warning!!! All your computer data will be deleted within 5 minutes. System32 crashed. To save your files from deletion immediately press the OK button. shutdown -r -t 20 -c"Sorry!!! Cannot abort the deletion process. The files have already been deleted..."*.এবার আপনার পছন্দ মতো যে কোন নাম দিয়ে .bat এই ফরমেটে সেভ করুন ।যেমন: games.batআসুন আগে দেখে এই ফেক ভাইরাসের কার্যকারিতা । আমি আগেই বলেছি এটা মজা করার জন্য তাই এটার কোনো খারাপ দিক নেই ।আর যখন কেউ এই ভাইরাস ফাইলটি ডাবল ক্লিকের মাধ্যমে ওপেন করবে তখন সে এমন একটি বার্তা দেখতে পাবে যে "তার পিসির সব ডাটা ৫ মিনিটের মধ্যে ডিলিট হয়ে যাবে আর সে যদি এটা বন্ধ করতে চায় তাহলে OK বাটনে ক্লিক করতে । আবার সাথে সাথে এটাও দেখাবে যে এই কাজ বন্ধ করা যাবেনা তার পিসির সব ডাটা মুছে ফেলা হয়েছে ।এবং নির্ধারিত সময়ে পিসি আবার পুনরায় চালু হবে"*.যেহেতু এখানে আমি ভ্যালু ২০ সেকেন্ড দিয়েছি তার মানে আপনার পিসি ২০ সেকেন্ড পর পুনরায় চালু হবে । আপনি চাইলে এটা পরিবর্তন করে দিতে পারেন এবং ম্যাসেজটি ও পরিবর্তন করতে পারবেন ।তো আর কি ভাইরাস ফাইলটি তৈরী করুন আর আপনার বন্ধুর পিসিতে দিয়ে দিন । এমন নাম দিয়ে সেভ করুন যাতে সে ক্লিক করতে বাধ্য হয় । আর যখন ক্লিক করবে তখন আর কি মজা নেন ।এই ভাইরাসটি আপনার সিস্টেমের জন্য মোটেও ক্ষতিকর নয় । রিস্টার্ট নেবার পর আবার ঠিকমতোই আপনার কম্পিটার কাজ করবে ।তাই চিন্তার কিছু নেই । সবাই ভালো থাকবেন ।

→ কৌতুক-০১৩ ← লিখে রাখ নয়তো ভুলে যাবে ॥

এক বুড়ো দম্পতির “ভুলে যাওয়ার সমস্যা” রোগ দেখা দিল।
কিছুই তারা মনে রাখতে পারে না। তারা সিদ্ধান্ত নিল, ডাক্তার এর সাথে কথা বলবে। তো তারা ডাক্তার দেখাতে গেল।
ডাক্তার সবকিছু চেকআপ করার পর তাদের বলল, এটা হলো বয়সের সমস্যা।
ডাক্তার তাদের বলল, আপনারা সবকিছু খাতায় লিখে রাখবেন, এ ছাড়া আপাতত আর কিছু করার নেই।
যাই হোক তারা বাড়ি চলে আসলো। আরসেদিন রাতে টেলিভিশন দেখার সময় স্ত্রী হঠাত্‍ করে রুমের বাইরে যাচ্ছে…
স্বামী: কোথায় যাও?
স্ত্রী: রান্নাঘরে।
স্বামী: আচ্ছা, আমার জন্য একটা আইসক্রিম নিয়ে আসবে।
স্ত্রী: আসবো।
স্বামী: খাতায় লিখে রাখ। নইলে আবার ভুলে যাবে।
স্ত্রী: আরে লাগবে না, মনে থাকবে।
স্বামী: থাকলে ভালো, আচ্ছা এক গ্লাস পানি নিয়ে আসতে পারবে?
স্ত্রী: পারবো না কেন?
স্বামী: এটা খাতায় লিখে রাখ।
স্ত্রী: লাগবে না, একটা আইসক্রিম আর এক গ্লাস পানি, এই তো।
স্বামী: হু, ঠিক আছে। আর শোন, একটা চানাচুর এর প্যাকেট নিয়ে এসো। এটা লিখে রাখ। এত কিছু মনে নাও থাকতে পারে।
স্ত্রী: আরে আমার স্মৃতি তোমার থেকে ভাল। মনে থাকবে। একটা আইসক্রিম, পানি আর চানাচুর এইতো।
স্বামী: হু।
২০ মিনিট পর।










স্ত্রী রান্নাঘর থেকে ফেরত আসলো। তার হাতে একটি প্লেটে একটা কেক আর একটা ডিম।
স্ত্রী: এই নাও তোমার কেক আর ডিম।
স্বামী: আরে বলেছিলাম না তোমার মনে থাকবে না। আনতে বললাম কফি আর আনলে কেক আর ডিম ।

পৃথিবীর যে কোন মোবাইলে এস এম এস করুন ফ্রি তাও আবার বাংলায় !


সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি, আশা করি সকলে ভালো আছেন। আমরা বিভিন্ন সময় বিভিন্ন কারণে বিভিন্ন জনের কাছে এস এম এস পাঠাই তাতে আবার টাকা খরচ হয়। কিন্তু বর্তমানে ইন্টারনেট সহজলভ্য হওয়ার কারণে এ খরচের মাত্রা কিছুটা কমে এসেছে কেননা ইন্টারনেটে বিভিন্ন সাইট আছে যেখান থেকে ফ্রি এস এম এস করা যায়। এর আগে আমরা পোস্ট করেছিলাম মোবাইল ইন্টারনেট ব্যবহার করে কিভাবে এসএমএস করা যায় ।এরই ধারাবাহিকতায় আমরা আজ এমন একটি ওয়েব সাইটের কথা বলব যেখান থেকে আপনি সহজেই ইউনিকোড ব্যবহার করে বাংলা মেসেজ লিখে সেন্ড করতে পারবেন । এখানেপ্রবেশ করলে এরকম উইন্ডো দেখতে পাবেন।
এখানে প্রথমে আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করুন কান্ট্রি সিলেক্ট করা হলে আপনার দেশের কোড অটোমেটিক চলে আসবে তার পর আপনার মোবাইল নং (যে টায় পাঠাতে চান) 0 বাদে বসিয়ে দিয়ে মেসেজ লিখুন এবং সব শেষে ক্যাপচা পুরণ করে sent sms এ ক্লিক করুন। দেখবেন আপনার মেসেজ খুব কম সময়ের মধ্যে ডেলিভারী হয়ে গেছে। সবাইকে ধন্যবাদ।

হাজার মাইল দূরের কম্পিউটারে কাজ করুন ঘরে বসে !!!

প্রিয় পাঠক সালাম নিবেন ।আশা করি ভালো আছেন ।আসুন দেখি কিভাবে আপনি দেশে/বিদেশে থাকা আপনার বন্ধুর পিসির কাজ করে দিবেন।
১। প্রথমে টিম ভিউয়ার সফ্টওয়ারটি লাগবে দুই পিসির জন্যই, (সেই সাথে নেট কানেশনতো অবশ্যই লাগবে)
২। এখানে ক্লিক করে সফ্টওয়াটি ডাউনলোড করে নিন, ( সাইজ মত্র- 3.89 MB )
৩। স্বাভাবিক নিয়মেই এটা ইন্সটল করে ফেলুন,
৪। এবার সফ্টওয়ারটি ওপেন করুন দুজনই।
৫। এরপর Remote Control ট্যাব থেকে Partner ID তে আপনার বন্ধুর আইডি লিখুন । অর্থাত্‍ আপনার বন্ধুর সফ্টওয়ারটি ওপেন করলে সেখানেও এটার মতো Your ID ও নিচে Password দেওয়া থাকবে। (আপনার বন্ধুর নিকট থেকে তার আইডি ও পাসওয়ার্ড জেনে নিন)
৬। এবার Connect to Partner বাটনে ক্লিক করে কিছুক্ষন অপেক্ষা করেলে Password চাইবে ,
৭। Password দিয়ে Log On এ ক্লিক করুন,
৮। আবার কিছুক্ষন পরে একটা ডেস্কটপ ওপেন হবে, এই ডেস্কটপটি হচ্ছে আপনার বন্ধুর পিসির ডেস্কটপ।
এখন আপনি তার পিসির কাজ করতে পারবেন খুব সহজেই ।
সবাইকে ধন্যবাদ ।

কৌতুক -০১২ বোকা ছেলে

ছেলের রেজাল্ট কার্ডদেখে বাবা অনেক কষ্টে নিজের রাগ সামলে নিলেন। তারপর ছেলেকে ঠাণ্ডা মাথায় বোঝাতে শুরু করলেন,
→ ‘তুমি প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা টিভি না দেখে পড়াশুনো করো না কেন?’
→ ‘তুমিই বলো,এতো পড়াশুনা করে কি লাভ? ’
→ ‘তাহলে পরীক্ষায় ভালো নাম্বার পাবে।’
→ ‘তাতে লাভ?’
→ ‘তাহলে তুমি ভালো চাকরি পাবে।’
→ ‘তাতে লাভ?’
→ ‘তোমার অনেক টাকা হবে,গাড়ি-বাড়ি হবে।’
→ ‘তাতে লাভ?’
→ ‘তুমি আরাম আয়েশে দিন কাটাতে পারবে।’
→ ‘ধুর! আমি তো এখনই সেটা করছি!’ :P

→ মোবাইল দিয়েই MP3 ট্যাগ এডিট করুন ছোট্ট একটি জাভা সফটওয়্যারের মাধ্যমে।←

আজকাল প্রায় প্রতিটি MP3 গানের সাথেই দেখা যায় album এবং artist এর জায়গায় ওয়েবসাইট,মোবাইল নাম্বার,কোম্পানি বা অফিস এরকম বিভিন্ন নাম দেওয়া থাকে।ফলে এই গান গুলো যখন আপনি মোবাইলে প্লে করেন তখন ইচ্ছা না থাকলেও দেখতে হয় গানের সাথে জুড়ে দেওয়া album,artist নাম গুলো। এগুলো সাধারনত কম্পিউটার দিয়ে করা হয়,এখন এই কাজ গুলো আপনিও করতে পারবেন মোবাইল দিয়ে,এর জন্য এখানে ক্লিক করে জাভা সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।আর ইচ্ছা মত পরিবর্তন বা মুছে ফেলুন গানের album,artist নেম।ট্যাগ এডিট এর জন্য গান সিলেক্ট করুন,এবার Edit tag এ ক্লিক করুন,এবার album,artist এর জায়গায় ইচ্ছা মত নাম দিন,অপশন এ ক্লিক করে ৩ নাম্বার অপশনটা (IDv1->ID3v2) সিলেক্ট করুন।এবার ওকে করুন এবং যে ম্যাসেজ আসবে তাতে yes করে যান শেষ না হওয়া পর্যন্ত।এবার গানটা মোবাইলে প্লে করে দেখুন।

যে কোন ছবিকে কার্টুন বানিয়ে সবাইকে চমক দিন !!!


আজ একটা মজার সফটওয়্যার পেলাম, তাই শেয়ার না করে পারলাম না। আপনি যে কোন ছবিকে কার্টুন কিংবা ফানি ছবিতে পরিবর্তন করে নিতে পারেন ছোট একটি সফটওয়্যারের মাধ্যমে। প্রথমে আপনাকে এখান থেকে সফওয়্যারটি ডাউনলোড করে নিতে হবে। দুটি ফাইল পাবেন। একটি cartoonmaker_setup.exe নামে অপরটি রেজিস্ট্রেশনের জন্য serial.txt। আপনাকে প্রথমে cartoonmaker_setup.exe ইন্সটল করে নিতে হবে, এরপর ইন্সটল শেষে Help মেনুতে ক্লিক করুন এবং রেজিস্টার এ ক্লিক করুন। রেজিস্টার করতে serial.txt ফাইল থেকে প্রথম বক্সে প্রথম আইডি টি কপি করে রাইট বাটন ক্লিক করে পেস্ট করুন ও ২য় বক্সে নিচের সিরিয়ালটি একি ভাবে কপি করে পেস্ট করুন,দেখুন সফটওয়্যারটি রেজিস্টার হয়ে গেছে। এখন আপনি যে ছবিটি ফানি কিংবা কার্টুন এর মত করতে চান তা ওপেন করে নিন,পাশে থাকা টুল বার থেকে বিভিন্ন অপশন দেয়া আছে, নির্ধারণ করে কারসর দিয়ে ইচ্ছে মত এডিট করুন এবার ছবিটি সেভ করে নিন। কি বন্ধুরা ভাল লাগলো কি ?
ভাল লাগলে কমেন্ট করুন।
ভাল থাকুন ও সুস্থ্য থাকুন।

ফোন ব্যাকআপ সার্ভিস ইন্টারনেটে তাও আবার বিনামূল্যে !!!


আমার নোকিয়া ১২০২ মডেলের সেট হাতে নিয়ে একদিন ভেবেছিলাম কিভাবে এর সব ডাটা নিরাপদে রাখা যায়? কারণ আমাদের প্রায় সবারই ২/১ বার মোবাইল বা সীম হারিয়ে যাওয়ার অভিজ্ঞতা আছে এবং নিজের ব্যক্তিগত সব ডাটা উদ্ধারের আর কোন পথ থাকে না । এই Extra ঝামেলা থেকে রক্ষার জন্য বিশেষ একটা পথ আছে । যদিও আমার থিওরিটা ১২০২ এর ক্ষেত্রে প্রয়োগ করতে পারিনি, তবে জিপিআরএস আছে এমন যে কোন মোবাইলে এটা করা যাবে । আমাদের সব অপারেটর কোম্পনি প্রতি মাসে নির্দিষ্ট কিছু টাকার বিনিময়ে আপনার সীমিত কিছু contact number সংরক্ষন করে, তবে আপনাকে এ জন্য প্রতিমাসে টাকা দিতে হবে । আমি এখানে অনলাইনে আপনার সিম বা ফোন মেমোরির সব ডাটা (মাল্টিমিডিয়া বাদে) [contact, message, note, bookmark, reminder……] কিভাবে বিনামূল্যে রাখবেন তা নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি











যা পাবেন আপনি ----• কোন প্রকার টাকার প্রয়োজন নেই• আপনার ফোন থেকে যে কোন সময় ডাটা আপডেট করতে পারবেন• Contact, Message, Note, Bookmark, Reminder সবকিছুই রাখা সম্ভব । সার্ভিসটি সম্পূর্ণভাবে আপনি নিজে নিয়ন্ত্রন করতে পারবেন অর্থাত্‍ নিরাপত্তার কোন ভয় নাই• জিপিআরএস আছে এমন সব মোবাইলে এই সার্ভিসটা চলবে• আপনার Contact PC থেকেই edit/delete করতে পারবেন………ইত্যাদি ।কোথায় এই সুবিধাটা পাবেন এবং কিভাবে Active করবেন তা এই লিঙ্কে পাবেন ।
ধন্যবাদ সবাইকে ।

☀জেনে নিন আপনার কম্পিউটারটি কতক্ষণ ধরে চলছে ☀


আজ আপনাদের জন্য একটি ছোট্ট টিপস নিয়ে আসলাম। এই টিপসের সাহায্যে আপনি যে কোন সময় বের করতে পারবেন যে, আপনার কম্পিউটার টি কতক্ষণ ধরে চলছে। এর জন্য প্রথমে আপনি run এ গিয়ে লিখুন cmd এবং এন্টার চাপুন তাহলে একটি কমান্ড প্রম্পট আসবে সেখানে লিখুন net statistics workstation লিখে এন্টার দিন Statistics since 2/14/2008 8:43 pm এর মত একটা লেখা দেখতে পাবেন। এখানে প্রদর্শিত তারিখ এবং সময় দেখে বুঝতে পারবেন আপনার কম্পিউটারটি কতক্ষন ধরে চলছে। এ রকম মজার এবং এক্সক্লুসিভ তথ্য নিয়মিত পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন।
ধন্যবাদ

হাদিস -০০৩


মুহাম্মাদ ইবনে আজলান (রহ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন,

ঘাড়ের ব্যাথা


ঘাড়ের ব্যথা থেকে বাঁচার জন্য নিম্নোক্ত পরামর্শগুলো মেনে চলার চেষ্টা করুনঃ
→ ভারী ওজন বহন করা যাবে না (হাতেও না, মাথায়ও না),
→ পানি তোলা যাবে না,
→ ঘাড় বাঁকা করে দীর্ঘ সময় কাজ করা যাবে না (ড্রাইভিং, ড্রিল মেশিনে কাজ করা, সেলাই করা, নিচু টেবিলে লেখা, ছবি আঁকা),
→ বাটনা করা (মসলাদি বাটা),
→ কুলা দিয়ে ঝাড়া,
→ দা-কোদাল-কুঠার-খন্তা প্রভৃতি দিয়ে কোপাকুপি করা,
→ টিউবওয়েল চাপা নিষেধ।
→ কম্পিউটারের মনিটর, টেলিভিশন প্রভৃতি চোখের লেভেলে নিয়ে আসতে হবে।
→ মাথায় পাতলা বালিশ দিয়ে ঘুমাতে হবে।
→ ম্যাসাজ করানো যাবে না,
তবে গরম পানির সেঁক বেশ উপকারী। ব্যথা কমে গেলে ঘাড়ের ব্যায়ামে সুফল পাওয়া যায়।
ধন্যবাদ ।

কৌতুক-০১১সিগারেট


এক ব্যক্তি গ্রামের সব সিগারেট খোর লোককে একত্র করলেন সিগারেটের অপকারিতা সর্ম্পকে বুঝানোর জন্য । প্রথমে তিনি একটি কাঁচের জারে সিগারেটের ধোঁয়া ঢুকালেন।তারপর ঐ জারে একটি পোকা ঢুকিয়ে দিলেন।
কিছুক্ষণ পর পোকাটি মারা গেল।
তারপর তিনি সবাইকে উদ্দেশ্য করে বললেন, এথেকে আপনারা কি শিখলেন?
এক সিগারেট খোর লোক দাঁড়িয়ে বললো,এথেকে আমরা শিখলাম,










সিগারেট খেলে পেটের সব পোকামাকড় মারা যায়।
:-P :-P

কৌতুক-০১০চুরি করা মহাপাপ ।


বাবা : স্কুল থেকে কোন জিনিস চুরি করে আনবে না । মনে থাকে যেন চুরি করা মহাপাপ ।
ছেলে : তাহলে কলম খাতা কোথায় পাবো ?











বাবা : সে সব আমি অফিস থেকে এনে দেব !!
:-P :-D

কৌতুক-০০৯গার্লফ্রেণ্ডকে খুশি করতে চান ?


প্রশ্নঃ গার্লফ্রেন্ডকে কি করে খুশি রাখতে হয় ?
উত্তরঃ খুব সহজ ! গার্লফ্রেন্ড তখনই খুশি যখন আপনি -1. একজন ভালো বন্ধু
2. সঙ্গী
3. প্রেমিক
4. বাবুর্চি
5. ইলেক্ট্রিশিয়ান
6. মেকানিক
.
.
.
.
.
.
312. ভালো শ্রোতা
313. আয়োজক
314. ভালো বয়ফ্রেন্ড
315. খুব চালাক
316. সহানুভূতিশীল
317. সুপুরুষ
318. উষ্ণ
.
.
.
.
.
1054. সাহসী
1055. দৃঢ়প্রত্যয়ী
1056. সত্যবাদী 1057. বুদ্ধিদীপ্ত
1058. স্মার্ট
.
.
.
.
.
10014.পোষা প্রাণী বিশেষজ্ঞ
10015. মন বিশেষজ্ঞ
10016. সুন্দর মিথ্যা বলায়বিশেষজ্ঞ
.
.
.
.
.
3110010. স্টাইলিশ
.
.
.
.
.
ইত্যাদি... !
:-P..

মোবাইল দিয়ে এমপিথ্রি গান ডাউনলোড করুন একদম ফ্রী ।

আমরা সবাই কম্পিউটার থেকে এমপিথ্রি গান মোবাইলে মেমরি কার্ডে কপি করে গান শুনি। আমরা চাইলে মোবাইল দিয়ে সরাসরি ইন্টারনেটের মাধ্যমে গান ডাউনলোড করতে পারি। এজন্য আমাকে আনলিমিটেড ইন্টারনেট কানেকশন থাকতে হবে এবং একটি সফটওয়ার মোবাইলে ইনস্টল করে নিতে হবে। এটি কিভাবে কাজ করে তা এই ভিডিওটিদেখলে বুঝতে পারবেন এই সফটওয়্যারটি ডাউনলোড করতে হলে এখানে ক্লিককরুন ।এটি যেসব মোবাইল সাপোর্ট করে তা হলো…Supported Devices
N91 8GB,
Nokia 3250 ,
Nokia 5500 , Nokia 5700 , Nokia 6110 Navigator , Nokia 6120 , Nokia 6121 , Nokia 6290 , Nokia E50 , Nokia E51 , Nokia E60 , Nokia E61 , Nokia E61i , Nokia E62 , Nokia E65 , Nokia E70 , Nokia E90 , Nokia N71 , Nokia N73 , Nokia N75 , Nokia N76, Nokia N77 , Nokia N80 , Nokia N81 , Nokia N81 8GB, Nokia N82 , Nokia N91 , Nokia N92 , Nokia N93 , Nokia N93i , Nokia N95 8GB , Nokia N95, Nokia 5800, Nokia N97and all of the Series 60 v3 and Series 60 v5 devices !!

s60v2 সিরিজ মোবাইলের একটি দারুন টিভি সফটওয়্যার ।

একটি টিভি সফটওয়্যার যেটি দিয়ে আপনি ১২ টি টিভি চ্যানেল দেখতে পারবেন।কিন্তু আপনাকে একটি কাজ করতে হবে।এই সফটওয়্যারটি ৭দিন মেয়াদ থাকে।তারপর টাকা দিতে হয়্।কিন্তু আমাদের তো ফ্রি দরকার।তাই আপনাকে মোবাইলের তারিখটি মনে রাখতে হবে
।যখনই ৭দিন হবে আপনার মোবাইলে আবার পুরোনো তারিখ দিতে হবে।
যেমন আপনি সফটওয়্যারটি যদি ৫-৩-১২ তারিখে ইনস্টল করেন তাহলে ১২-৩-১২ তারিখে মেয়াদ শেষ হবে। তখন আবার ৫-৩-১২ তারিখ সেট করতে হবে মোবাইলে সফটওয়্যারটিতে যাতে ফ্রি ব্যবহার করতে পারেন । Download Link

কৌতুক -০০৮ বাংলা সিনেমার কিছু অতি পরিচিত সংলাপ ।

বাংলা সিনেমার কিছু অতি পরিচিত সংলাপ :→ চৌধুরী সাহেব! আমরা গরীব হতে পারি,কিন্তু লোভী নই।→ এই আকাশ বাতাস, গাছপালাকে সাক্ষী রেখে আজ আমরা এক হলাম,আজ থেকে আমরা স্বামী-স্ত্রী।→ তোর এত বড় সাহস !?বামন হয়ে তুই চাঁদের দিকে হাত বাড়িয়েছিস ???→ আমি তোমাকে ছাড়া বাঁচব না। (শুধু ছিনেমা নয়,বাস্তবেওপ্রেমের শুরুতে প্রায় সবায় এটা বলে,আর কিছুদিন প্রেমকরার পর, “ অই তুই আর আমারে আর ফোন দিবি না ":D)→ থামুন!আইন নিজের হাতে তুলে নিবেন না! (শেষদৃশ্যে দেরী করে আসা পুলিশের বানী, রাস্তায় যে পরিমাণ জ্যাম...দেরী হতেই পারে !)→ তুই আমার দেহ পাবি, কিন্তু মন পাবিনা শয়তান।→ মনে করে দেখ শয়তান, আজ থেকে ২০ বছর আগে তুই আমার বাবাকে নির্মমভাবে হত্যা করেছিস, আজ আমি সেই হত্যার প্রতিশোধ নিতে এসেছি।→ বাঁচাও বাঁচাও ........... → দলিলে সই কর !

আরও দ্রুতভাবে আপনার পিসি এবং পিসির ফোল্ডার গুলো ওপেন করুন ।

আপনার পিসি এবং পিসির ফোল্ডার গুলো ওপেন হতে কি অনেক সময় নেয় ???
তাহলে নিচের ট্রিকসটি আপনার জন্য প্রথমে Start menu থেকে Run এ ক্লিক করে msconfig লিখে Enter চাপুন। অতঃপর configuration utility এর Boot tab এ 30 seconds কেটে 5 seconds করে দিন।এবার পিসি Restart দিন। ব্যাস কাজ শেষ।এখন দেখুন তো আপনার পিসি এবং পিসির ফোল্ডার গুলো আগের চেয়ে দ্রুত ওপেন হচ্ছে কিনা এবং সব কিছুর প্রসেস অনেক দ্রুততর হচ্ছে কিনা।
আর কোন সমস্যা হলে তো আমরা আছি ।
ধন্যবাদ সবাইকে।

কৌতুক-০০৭ আবুলের কাণ্ড !!!

আবুল গেছে এক কোল্ড ড্রিঙ্কস এর দোকানে,
সেখানে গিয়ে বলছেঃ একটা পেপসি এর বোতল খুলোতো ভাই ! দোকানদার খুলল......
আবার বললঃ একটা 7-Up ও খোল ।
দোকানদার খুলল....
আবার বললঃ একটা স্প্রাইট এর বোতল খুলো
দোকানদার খুলল....
আবার বললঃ একটা মাউন্টেন ডিউ এর বোতল খুলো
দোকানদার এখন রাগ হয়ে গেলো আর বলল “ আরে ব্যাটটা তুই খাবি কোনটা ???
আবুলঃ ভাইজান খামুনা !
আমার এই বোতলের ঢাকনা খুলার ঠুস ঠুস আওয়াজ শুনতে খুব মজা লাগে.... :-P :-P

কৌতুক -০০৬ একটা মেয়ের জন্য কখন সবচেয়ে বিব্রতকর পরিস্থিতি !!!

একটা মেয়ের জন্য কখন সবচেয়ে বিব্রতকর পরিস্থিতি জানেন???
.
.
.
.
.
.
.
যখন মেয়েটি তার বন্ধুদের ছবি তার মাকে দেখায় আর যখন ই মেয়েটির বয়ফ্রেন্ড এর ছবি দেখে মা বলে উঠে
.
.
.
.
.
.
এই বান্দরটা কে?
:P :P

AVG Internet Security 2012 with License Keys till 2018.

আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো AVG Internet Security 2012 । আমার মনে হয় AVG নিয়ে নতুন করে বলার কিছু নেই । যারা উইনডোজ ৭ ব্যবহার করেন তাদের জন্য সবচেয়ে পারফেক্ট এন্টিভাইরাস । আমি নিজেও AVG Internet Security 2012 ব্যবহার করছি । আর যারা XP ব্যবহার করেন তারাও এটা ব্যবহার করতে পারেন । তো আর কথা না বাড়িয়ে চলুন ডাউনলোড করি। নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন । যাদের শুধু Serial Key লাগবে তাদের সুবিধার জন্য Serial Key –এর জন্য আলাদা লিংক দিলাম ।
Software Name : AVG Internet Security 2012
Work Type: Security
OS: Windows XP, Vista, Windows Seven.
Class SecurityType Installed Version.

লিংক ১

লিংক ২

সিরিয়াল কী

আপনার বন্ধুর পিসির উইন্ডোজ কে ডিলেট করে দিন ১ মিনিটে :D

প্রথমে My Computer এ প্রবেশ করুন এর পর Control Panel এর অধীনে Folder Options এ যান View Tab এ Click করুন, এখান থেকে Show Hidden File এ ক্লিক করুন এবার Apply তারপর Ok দিন।এবার বেরিয়ে আসুন। মাই কম্পিউটারপ্রবেশকরে C: Drive ওপেন করুন ওখানে দেখতে পাবেন যে nltdr. নামে একটি ফাইল আছে এতি ডিলিট করুন ব্যাস কাজ শেষ। কম্পিউটার Restart দিন। এখন দেখেন Windows Missing :D । অন্যের হ্মতিকরা থেকে বিরত থাকবেন আশা করছি।এমন হাজারো টিপস্ এর জন্য আমাদের সঙ্গে থাকুন ।ধন্যবাদ ।

Noki Unlocking Software

আপনাদের এমন একটি সফটওয়্যার দিব যাতে করে আপনি Lock হয়ে যাওয়া মোবাইল সহজেই Unlock করতে পারবেন। আমরা অনেক সময় আমাদের মোবাইল ফোনটির নিরাপত্তার জন্য Lock করে থাকি কখন কি চিন্তা করি যদি পাসওয়ার্ডটি ভুলে যাই তার জন্য মোটা অংকের মাসুল গুনতে হবে আবার সফটওয়্যার জনিত কারনে অনেক সময় মোবাইল ফোন লক হয়ে যায়। এখন কাজের কথায় আসা যাক।প্রথমে এখান থেকে Nokia Unlocking সফটওয়্যারটি ডাউনলোড করুন। এই ঠিকানা থেকে । এখন সফটওয়্যারটি আপনার কম্পিউটারের Install করুন।Install করার পর সফটওয়্যারটি Open করলে একটি window আসবে এখন এখানে আপনি আপনার Cellphone এর মডেল, IMEI নম্বর (*#06#) এবং Manufacturer দিয়ে ok করলে আপনার কাঙ্ক্ষিত Password টি পেয়ে যাবেন।
ধন্যবাদ ।

হাদিস -০০২

হযরত আবু উমামা রা. বলেন, এক যুবক এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ‘ইয়া রাসূলুল্লাহ, আমাকে যিনা করার অনুমতি দিন।’ একথা শুনে উপস্থিত সবাই চমকে উঠলেন এবং তাকে তিরস্কার করতে লাগলেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কাছে এস। সে কাছে এল। বললেন, বস। সে বসল। এরপর বললেন, ‘তুমি কি তোমার মায়ের জন্য এটা পছন্দ করবে?’ সে বলল, না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আমাকে আপনার প্রতি উৎসর্গিত করুন। কোনো মানুষই তার মায়ের জন্য এটা পছন্দ করবে না।’নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘তাহলে তোমার মেয়ের জন্য?’ যুবকটি বলল, না, ইয়া রাসূলুল্লাহ! আমি আপনার প্রতি উৎসর্গিত। কোনো মানুষই তার মেয়ের জন্য এটা পছন্দ করবে না।’ নবীজী জিজ্ঞাসা করলেন, তাহলে তোমার বোনের জন্য?’ যুবক বলল, ‘না ইয়া রাসূলুল্লাহ! আমি আপনার প্রতি উৎসর্গিত। কোনো মানুষই তার বোনের জন্য এটা পছন্দ করবে না।’ নবীজী জিজ্ঞাসা করলেন, ‘তাহলে তোমার ফুফুর জন্য?’ যুবক বলল, ‘না ইয়া রাসূলুল্লাহ! আমি আপনার প্রতি উৎসর্গিত। কোনো মানুষই তার ফুফুর জন্য এটা পছন্দ করবে না।’ নবীজী জিজ্ঞাসা করলেন, তাহলে তোমার খালার জন্য?’ যুবক বলল, না কক্ষনো না। আল্লাহ আমাকে আপনার জন্য উৎসর্গিত করুন। কোনো মানুষই তার খালার জন্য এটা পছন্দ করবে না।’ এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শরীরে হাত রাখলেন এবং দুআ করলেন- ইয়া আল্লাহ তার গুনাহ ক্ষমা করুন, তার অন্তর পবিত্র করুন এবং তার চরিত্র রক্ষা করুন। বর্ণনাকারী বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর শিক্ষার ফলাফল এই হল যে, পরবর্তী জীবনে সে কোনো দিকে চোখ তুলেও তাকাত না।{মুসনাদে আহমদ ৫/২৫৬-২৫৭}

বয়ঃসন্ধিকালে ঘুমঃ

বয়ঃসন্ধিতে পা রাখা কিশোর-কিশোরী। রাতে তাদের প্রায় আট থেকে সাড়ে নয় ঘণ্টা পর্যন্ত ঘুমানো উচিত। কিন্তু অনেকে তা পারে না। বয়ঃসন্ধিতে উপনীত হওয়ার সময় কিশোর-কিশোরীদেরআগের তুলনায় আরও বেশি সময়ের ঘুম দরকার। যেহেতু তারা স্কুল ও অন্যান্য কর্মকাণ্ডে এত ব্যস্ত থাকে, দীর্ঘদিন ধরে তারা ঘুমের অভাব নিয়ে চলে। স্বাস্থ্যকর সময় তারা কাটাতে পারে না। হিসাবটা ওভারটাইম করার মতো জটিল হয়ে ওঠে। প্রতিদিন এক ঘণ্টা কম ঘুমানো হলে সপ্তাহের শেষে তার পুরোটা যোগ হয়ে যায়। এই ঘুমহীন অবস্থা নানা সংকট তৈরি করে—
০১.মনোযোগ কমে যায়।
০২.স্বল্পকালীন স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ে।
০৩.দৈনন্দিন কাজের বা পড়াশোনার মানে জোয়ার-ভাটা ঘটতে দেখা যায়।
০৪.তাৎক্ষণিকভাবে প্রশ্নের উত্তর দিতে পারে না।কম ঘুমের ফলঃ মেজাজ খিটখিটে হওয়া। স্কুলে সমস্যা সৃষ্টি। এমনকি গাড়ি বা কোনো বাহন চালানোতে প্রায় দুর্ঘটনায় পড়া।এ রকম বিনিদ্র প্রহর গড়াতে গড়াতে বয়ঃসন্ধিকালে পৌঁছানো কিশোর-কিশোরী দেরিতে ঘুমানো, দেরি করে ঘুম থেকে ওঠা; মোটকথা, এক বিশ্রী ঘুম রুটিনের আবর্তে পড়ে যায়। সপ্তাহে শেষে দেখা যাবে তার অবস্থা আরও শোচনীয় হয়েছে। সুতরাং বয়ঃসন্ধিকালের কিশোর-কিশোরীদেরতাই প্রতি রাতে নিয়মমাফিক একই সময়ে বিছানায় যেতে হবে। সকালে ঘুম থেকে উঠতে হবে একই সময় বজায় রেখে। এবং প্রতিরাতে যেন নিদেনপক্ষে আট-নয় ঘণ্টার মতো তারা ঘুমায়, তা নিশ্চিত করতে হবে। আর এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে মা-বাবা কিংবা পরিবারের বড়দেরই।

রোগের নামঃ ক্ল্যামাইডিয়া

যৌনবাহিত রোগসমূহের মধ্যে এই রোগটি একটি পরিচিত রোগ। এটি কম বয়স্ক লোকদের মাঝে হয়ে থাকে। বিশেষ করে যাদের বয়স ২৬/২৭ বছরের কম তাদের এই রোগ বেশী হয়। এটি সাধারণত এক ধরনের ব্যাকটেরিয়ার মাধ্যমে সংক্রমিত হয়। আক্রান্ত ব্যক্তির সাথে যৌন সম্পর্ক স্থাপনের ফলে এই রোগ ছড়ায়।লক্ষণ সমূহ ক্ল্যামাইডিয়া আক্রান্ত পুরুষের পেনিস থেকে রক্ত ক্ষয়িত হতে পারে এবং প্রস্রাব করার সময় জ্বালা জ্বালা ভাব থাকতে পারে। এই রোগে আক্রান্ত নারীদের যৌন থেকে এক প্রকার রস ক্ষয়িত হয়। যৌন ও তার আশে পাশে এলাকায় চুলকানি ও জ্বালাপোড়া এবং প্রস্রাব করার সময় জ্বালাপোড়া বেশী হবে ও তলপেটে ব্যাথা করবে।সমস্যা সমূহ ক্ল্যামাইডিয়া আক্রান্ত নারীদের গর্ভধারণ জনিত মারাত্মক সমস্যা পোহাতে হয় এই রোগের কারনে নারীদের নিষিক্ত ডিম্বানু নির্ধারিত প্রজনন অঙ্গে স্থান না নিয়ে অন্যত্র স্থানে নেয় এবং সেখানেই বিকশিত হয়। এই রোগের ফলে শ্রেনীর প্রদাহ জনিত রোগ বা পিআইডির নানা সমস্যা হয় ফলে এটি এমন মারাত্মক আকার ধারণ করে যে, পরবর্তীতে গর্ভধারন করাও অসম্ভব হয়ে উঠে।পুরুষদের ক্ষেত্রে এই রোগে অন্ডথলি, শুক্রাশয় ইত্যাদিকে আক্রান্ত করে এবং সেই ব্যক্তি পরবর্তীতে সন্তানদানে অক্ষম হয়ে পড়ে।চিকিৎসাএই রোগ নিয়ন্ত্রনের জন্য সাধারণত বিভিন্ন প্রকার এন্টিবায়োটিক ব্যবহার করা হয়। সেইরকম একটি এন্টিবায়োটিক হচ্ছে টেট্রাসাইক্লিন।নিয়মমাফিক এন্টিবায়োটিক কোর্স শেষ করলে এবং নিয়মকানুন মেনে চললে এই রোগ সারিয়ে তোলা সম্ভব। এন্টিবায়োটিক মাঝ পথে এসে থামিয়ে দিলে তা আপনার জন্য মারাত্মক হয়ে উঠবে। ঔষধ শেষ হওয়ার পর একটি চেকআপ করে নিন যে, আপনি পুরোপুরি সুস্থ কিনা ?
প্রতিরোধ
ক্ল্যামাইডিয়া প্রতিরোধ করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে একাধিক যৌনসঙ্গীর সাথে যৌন সম্পর্ক গড়ে না তোলা। বেশীমাত্রায় সেক্স পার্টনার থাকলে এই রোগ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশী। অতএব এটি পরিত্যাগ করা বাঞ্চনীয় । প্রতিবার সঙ্গমের সময় কনডম ব্যবহার করা। জুনিয়ন্ত্রক ফোম বা জেলি ব্যবহার করা ভালো। বছরে একবার অন্তত ডাক্তারী পরীক্ষা করে কোন সমস্যা আছে কিনা তা দেখা।

ঘুমের বড়িতে মৃত্যুর ঝুঁকি অনেক বেশি ।

ঘুম প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শরীর সুস্থ ও সতেজ রাখার জন্য ঘুমের কোনো বিকল্প নেই। ডাক্তাররা বলেন, সবার প্রতিদিন সাত-আট ঘণ্টা ঘুমানো উচিত। তবে যারা ওষুধ খেয়ে ঘুমাতে যান তাদের জন্য একটা চরম দুঃসংবাদ আছে। এক গবেষণায় দেখা গেছে, ঘুমের বড়ির কারণে অকাল মৃত্যুর ঝুঁকি স্বাভাবিকের চেয়ে চারগুণ বেশি। ফলে অতিমাত্রায় ঘুমের বড়ি খেলে ঘটতে পারে অকাল মৃত্যু। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লা জোলা এলাকায় স্ক্রাইপস ক্লিনিক ভিটারবি ফ্যামিলি স্পি সেন্টারের ড্যানিয়েল ক্রিপকির নেতৃত্বে একদল চিকিৎসকের গবেষণায় এ তথ্য বেরিয়ে এসেছে। গত ২৭/০২/২০১২ ইং বিএমজি ওপেন জার্নালে গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে। গবেষণায় আরো দেখা যায়, যারা অতিমাত্রায় ঘুমের বড়ি খান তাদের ক্যান্সারের ঝুঁকি যারা খান না তাদের তুলনায় অনেক বেশি থাকে। যদিও এর কারণ স্পষ্ট নয়।

কিয়ামতের আলামত !

কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে মহিলারা ইসলামী পোষাক পরিত্যাগ করে এমন পোষাক পরিধান করবে যাতে তাদের সতর ঢাকবে না।তারা মাথার চুল ও সৌন্দর্য্যের স্থানগুলো প্রকাশ করে ঘর থেকে বের হবে।রাসূলুল্লাহ্‌ (সাঃ) বলেনঃ "কিয়ামতের আলামত হচ্ছে মহিলাদের জন্য এমন পোষাক আবিষ্কার হবে যা পরিধান করার পরও মহিলাদেরকে উলঙ্গ মনে হবে।"[ইমাম হায়ছামী বলেনঃ ইমাম বুখারী (রহঃ) এই হাদীছের বর্ণনা কারীদের থেকে হাদীস গ্রহণ করেছেন, মাজমাউজ্‌ জাওয়ায়েদ, (৭/৩২৭)]অর্থাৎ তাদের পোষাক গুলো এমণ সংকীর্ণ ও আঁট-সাট হবে যে, তা পরিধান করলেও শরীরের গঠন ও সৌন্দর্য্যের স্থানগুলো বাহির থেকে সুস্পষ্ট বুঝা যাবে।এই হাদীস টিতে নবুওয়াতের সুস্পষ্ট মু'জেযা রয়েছে। রাসূলুল্লাহ্‌ (সাঃ) আজ থেকে প্রায় দেড় হাজার বছর পূর্বে যা বলেছেন তাআজ হুবহু বাস্তবায়িত হয়েছে।
তথ্যসূত্রঃ- "কিয়ামতের আলামত" বইলেখকঃ - আবদুল্লাহ শাহেদ আল-মাদানী ।

কম্পিউটারে প্রোগ্রাম হ্যাং হয়ে গেলে করণীয় ।

সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি।আমরা যখন কম্পিউটার চালাই তখন অনেক সময় দেখা যায় যে কোন একটা প্রোগ্রাম হ্যাং হয়ে গেল।এই সমস্যা হতে উদ্ধার হওয়ার জন্য আমরা টাস্কম্যানেজারের কাছে সাহায্য চাই। তাই আজ আমি আপনাদের সাথে এমন একটা টিপস শেয়ার করব যেটার সাহায্যে এক চাপেই বন্ধ করতে পারবেন আপনার হ্যাং হয়ে যাওয়া প্রোগ্রাম। তাহলে চলুন দেখি প্রথমে ডেস্কটপে মাউসের রাইট ক্লিক করুন এবং new তে গিয়ে shortcut সিলেক্ট করুন তাহলে আপনার শর্টকাট এর লোকেশন জানতে চাইবে।সেখানে নিচের লেখাটি কপি করে পেস্ট করে নেক্সট বাটনে ক্লিক করুন।undefinedtaskkill.exe /f /fi “status eq not responding”শর্টকাটটির পছন্দমত একটি নাম দিন এবং ফিনিশ বাটনে ক্লিক করুন। দেখবেন আপনারদেওয়া নামে একটা শর্টকাট তৈরী হয়েছে আপনার ডেস্কটপে এখন থেকে কোন প্রোগ্রাম হ্যাং হলে শুধু এখানে একবার ডাবল ক্লিক করুন। ব্যাস।সবাইকে ধন্যবাদ।

এক লাইনের কোড দিয়ে শত্রুর পিসি করে দিন ফরম্যাট !!!

আজ আপনাদের জন্য একটি মজার ট্রিকস নিয়ে এসেছি। এটি হল একটি কোড।আপনি এই কোডটি দিয়ে আপনার শত্রুর কম্পিউটারকে করে দিতে পারবেন পুরোপুরি অচল। মাত্র এক লাইনের এই কোডটি পিসির প্রত্যেকটি হার্ডডিক্সড্রাইভ করে দিবে ফরম্যাট। তবে এটির কোন খারাপ কাজে ব্যবহার করবেন না বা এটি দিয়ে কারও ক্ষতি করবেন না। কোডটি হলোঃ01001011000111110010010101010101010000011111100000কিভাবে ব্যবহার করবেনঃ১. কোডটি কপি করে একটি নোটপ্যাডে পেষ্ট করুন।২. এবার নোটপ্যাডটি my computer.exe নামে সেভ করুন।৩. এবার এই ফাইলটি পিসির যে কোন ড্রাইভেরাখুন।৪. এবার মূল ফাইলটির একটি শর্টকাট ফাইল ডেক্সটপে রাখুন।৫. ফাইলটির উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে Properties এ গিয়ে Change Icon এ যান। এবার মাই কম্পিউটারের মতো করে একটি আইকন নিন।৬. সর্বশেষ কাজ হল ডেক্সটপের মূল My Computer মুছে দিন।৭. আর কি এবার আপনার শত্রু যখন My Computer খুলবে আর সাথে সাথে…..।তবে আবারও বলছি কারও ক্ষতি করবেন না এই ট্রিকস দিযে।তবে আপনি চাইলে এই ধরনের আরেকটি কোড দিয়ে অন্যের উপকরাও করতে পারেন011001100110111101110010011011010110000101110100001000000110001100111010010111000010000000101111010100010010111101011000আপনার কোন বন্ধুর পিসির যদি সি ড্রাইভ ফরম্যাট করতে কখনও সমস্যা হল, তাহলে উপরের কোডটি ব্যবহার করবেন। নিয়ম আগের মতোই।
সবাইকে ধন্যবাদ ।