
আজ আপনাদের জন্য একটি ছোট্ট টিপস নিয়ে আসলাম। এই টিপসের সাহায্যে আপনি যে কোন সময় বের করতে পারবেন যে, আপনার কম্পিউটার টি কতক্ষণ ধরে চলছে। এর জন্য প্রথমে আপনি run এ গিয়ে লিখুন cmd এবং এন্টার চাপুন তাহলে একটি কমান্ড প্রম্পট আসবে সেখানে লিখুন net statistics workstation লিখে এন্টার দিন Statistics since 2/14/2008 8:43 pm এর মত একটা লেখা দেখতে পাবেন। এখানে প্রদর্শিত তারিখ এবং সময় দেখে বুঝতে পারবেন আপনার কম্পিউটারটি কতক্ষন ধরে চলছে। এ রকম মজার এবং এক্সক্লুসিভ তথ্য নিয়মিত পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন।
ধন্যবাদ
