মুহাম্মাদ ইবনে আজলান (রহ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন,
তিনটি চক্ষু ছাড়া সকল চক্ষু কিয়ামতের দিবসে কাঁদবেঃ
>>যে চক্ষু আল্লাহর ভয়ে কেঁদেছে।
>> যে চক্ষু আল্লাহর নিষিদ্ধ স্থানে আনত হয়েছে।
>> যে চক্ষু আল্লাহর পথে জিহাদে নিদ্রাহীন রয়েছে।
{তিরমিযী,মুসনাদে আহমাদ, দারিমী}