ফোন ব্যাকআপ সার্ভিস ইন্টারনেটে তাও আবার বিনামূল্যে !!!


আমার নোকিয়া ১২০২ মডেলের সেট হাতে নিয়ে একদিন ভেবেছিলাম কিভাবে এর সব ডাটা নিরাপদে রাখা যায়? কারণ আমাদের প্রায় সবারই ২/১ বার মোবাইল বা সীম হারিয়ে যাওয়ার অভিজ্ঞতা আছে এবং নিজের ব্যক্তিগত সব ডাটা উদ্ধারের আর কোন পথ থাকে না । এই Extra ঝামেলা থেকে রক্ষার জন্য বিশেষ একটা পথ আছে । যদিও আমার থিওরিটা ১২০২ এর ক্ষেত্রে প্রয়োগ করতে পারিনি, তবে জিপিআরএস আছে এমন যে কোন মোবাইলে এটা করা যাবে । আমাদের সব অপারেটর কোম্পনি প্রতি মাসে নির্দিষ্ট কিছু টাকার বিনিময়ে আপনার সীমিত কিছু contact number সংরক্ষন করে, তবে আপনাকে এ জন্য প্রতিমাসে টাকা দিতে হবে । আমি এখানে অনলাইনে আপনার সিম বা ফোন মেমোরির সব ডাটা (মাল্টিমিডিয়া বাদে) [contact, message, note, bookmark, reminder……] কিভাবে বিনামূল্যে রাখবেন তা নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি











যা পাবেন আপনি ----• কোন প্রকার টাকার প্রয়োজন নেই• আপনার ফোন থেকে যে কোন সময় ডাটা আপডেট করতে পারবেন• Contact, Message, Note, Bookmark, Reminder সবকিছুই রাখা সম্ভব । সার্ভিসটি সম্পূর্ণভাবে আপনি নিজে নিয়ন্ত্রন করতে পারবেন অর্থাত্‍ নিরাপত্তার কোন ভয় নাই• জিপিআরএস আছে এমন সব মোবাইলে এই সার্ভিসটা চলবে• আপনার Contact PC থেকেই edit/delete করতে পারবেন………ইত্যাদি ।কোথায় এই সুবিধাটা পাবেন এবং কিভাবে Active করবেন তা এই লিঙ্কে পাবেন ।
ধন্যবাদ সবাইকে ।