→ মোবাইল দিয়েই MP3 ট্যাগ এডিট করুন ছোট্ট একটি জাভা সফটওয়্যারের মাধ্যমে।←

আজকাল প্রায় প্রতিটি MP3 গানের সাথেই দেখা যায় album এবং artist এর জায়গায় ওয়েবসাইট,মোবাইল নাম্বার,কোম্পানি বা অফিস এরকম বিভিন্ন নাম দেওয়া থাকে।ফলে এই গান গুলো যখন আপনি মোবাইলে প্লে করেন তখন ইচ্ছা না থাকলেও দেখতে হয় গানের সাথে জুড়ে দেওয়া album,artist নাম গুলো। এগুলো সাধারনত কম্পিউটার দিয়ে করা হয়,এখন এই কাজ গুলো আপনিও করতে পারবেন মোবাইল দিয়ে,এর জন্য এখানে ক্লিক করে জাভা সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।আর ইচ্ছা মত পরিবর্তন বা মুছে ফেলুন গানের album,artist নেম।ট্যাগ এডিট এর জন্য গান সিলেক্ট করুন,এবার Edit tag এ ক্লিক করুন,এবার album,artist এর জায়গায় ইচ্ছা মত নাম দিন,অপশন এ ক্লিক করে ৩ নাম্বার অপশনটা (IDv1->ID3v2) সিলেক্ট করুন।এবার ওকে করুন এবং যে ম্যাসেজ আসবে তাতে yes করে যান শেষ না হওয়া পর্যন্ত।এবার গানটা মোবাইলে প্লে করে দেখুন।