কৌতুক -০১২ বোকা ছেলে

ছেলের রেজাল্ট কার্ডদেখে বাবা অনেক কষ্টে নিজের রাগ সামলে নিলেন। তারপর ছেলেকে ঠাণ্ডা মাথায় বোঝাতে শুরু করলেন,
→ ‘তুমি প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা টিভি না দেখে পড়াশুনো করো না কেন?’
→ ‘তুমিই বলো,এতো পড়াশুনা করে কি লাভ? ’
→ ‘তাহলে পরীক্ষায় ভালো নাম্বার পাবে।’
→ ‘তাতে লাভ?’
→ ‘তাহলে তুমি ভালো চাকরি পাবে।’
→ ‘তাতে লাভ?’
→ ‘তোমার অনেক টাকা হবে,গাড়ি-বাড়ি হবে।’
→ ‘তাতে লাভ?’
→ ‘তুমি আরাম আয়েশে দিন কাটাতে পারবে।’
→ ‘ধুর! আমি তো এখনই সেটা করছি!’ :P