কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে মহিলারা ইসলামী পোষাক পরিত্যাগ করে এমন পোষাক পরিধান করবে যাতে তাদের সতর ঢাকবে না।তারা মাথার চুল ও সৌন্দর্য্যের স্থানগুলো প্রকাশ করে ঘর থেকে বের হবে।রাসূলুল্লাহ্ (সাঃ) বলেনঃ "কিয়ামতের আলামত হচ্ছে মহিলাদের জন্য এমন পোষাক আবিষ্কার হবে যা পরিধান করার পরও মহিলাদেরকে উলঙ্গ মনে হবে।"[ইমাম হায়ছামী বলেনঃ ইমাম বুখারী (রহঃ) এই হাদীছের বর্ণনা কারীদের থেকে হাদীস গ্রহণ করেছেন, মাজমাউজ্ জাওয়ায়েদ, (৭/৩২৭)]অর্থাৎ তাদের পোষাক গুলো এমণ সংকীর্ণ ও আঁট-সাট হবে যে, তা পরিধান করলেও শরীরের গঠন ও সৌন্দর্য্যের স্থানগুলো বাহির থেকে সুস্পষ্ট বুঝা যাবে।এই হাদীস টিতে নবুওয়াতের সুস্পষ্ট মু'জেযা রয়েছে। রাসূলুল্লাহ্ (সাঃ) আজ থেকে প্রায় দেড় হাজার বছর পূর্বে যা বলেছেন তাআজ হুবহু বাস্তবায়িত হয়েছে।
তথ্যসূত্রঃ- "কিয়ামতের আলামত" বইলেখকঃ - আবদুল্লাহ শাহেদ আল-মাদানী ।