কৌতুক -০০৮ বাংলা সিনেমার কিছু অতি পরিচিত সংলাপ ।

বাংলা সিনেমার কিছু অতি পরিচিত সংলাপ :→ চৌধুরী সাহেব! আমরা গরীব হতে পারি,কিন্তু লোভী নই।→ এই আকাশ বাতাস, গাছপালাকে সাক্ষী রেখে আজ আমরা এক হলাম,আজ থেকে আমরা স্বামী-স্ত্রী।→ তোর এত বড় সাহস !?বামন হয়ে তুই চাঁদের দিকে হাত বাড়িয়েছিস ???→ আমি তোমাকে ছাড়া বাঁচব না। (শুধু ছিনেমা নয়,বাস্তবেওপ্রেমের শুরুতে প্রায় সবায় এটা বলে,আর কিছুদিন প্রেমকরার পর, “ অই তুই আর আমারে আর ফোন দিবি না ":D)→ থামুন!আইন নিজের হাতে তুলে নিবেন না! (শেষদৃশ্যে দেরী করে আসা পুলিশের বানী, রাস্তায় যে পরিমাণ জ্যাম...দেরী হতেই পারে !)→ তুই আমার দেহ পাবি, কিন্তু মন পাবিনা শয়তান।→ মনে করে দেখ শয়তান, আজ থেকে ২০ বছর আগে তুই আমার বাবাকে নির্মমভাবে হত্যা করেছিস, আজ আমি সেই হত্যার প্রতিশোধ নিতে এসেছি।→ বাঁচাও বাঁচাও ........... → দলিলে সই কর !