Weather in Chittagong
ওয়েব ব্রাউজারে বাংলা কনফিগার করার নিয়ম ।
বর্তমান যে সকল ব্রাউজার পাওয়া যায় তার সবগুলোতেই বাংলা ইউনিকোড সমর্থন করে। আপনার ব্রাউজার যদি হালনাগাদকৃত না হয় অথবা ইউনিকোড বাংলা দেখাতে না পারে তাহলে নিম্নলিখিত ধাপগুলো অনুসরন করতে হবে। ব্রাউজার গুলির সেটিং পরিবর্তন করার আগে অবশ্যই আপনার কম্পিউটারে ইউনিকোড সমর্থিত ফন্ট থাকতে হবে যেমন-Siyam Rupali, Solaiman Lipi ইত্যাদি।comওয়েবসাইট থেকে ডাউনলোড করে ইনষ্টল করতে হবে।ফায়ারফক্স কনফিগার:-১) Tools মেনু থেকে Options নির্বাচন করুন।২) এই Options উইন্ডোতে Contents এ ক্লিক করুন।৩) Fonts & Colors অংশে Advanced এ ক্লিক করুন।৪) Fonts for ড্রপ ডাউন তালিকা থেকে Bengali নির্বাচন করুন।৫) Serif, Sans-serif ও Monospace এর ড্রপ ডাউনতালিকা থেকে Siyam Rupali অথবা Solaiman Lipi সিলেক্ট করে দিন।৬) Minimum font size এ ১২ করে দিন।৭) Default Character Encoding ড্রপ ডাউন লিষ্ট হতে Unicode (UTF-8) নির্বাচন করে OK তে ক্লিক করুন।ইন্টারনেট এক্সপ্লোরার কনফিগার:১) Tools মেনু থেকে Internet Options নির্বাচন করুন।২) Internet Options উইন্ডোতে General ট্যাব এর Fonts বাটনে ক্লিক করুন।৩) Language Script এর ড্রপ ডাউন লিষ্ট থেকে Bengali নির্বাচন করুন।৪) Web Page Font এর নিচ থেকে Siyam Rupali অথবা Solaiman Lipi সিলেক্ট করে OK বাটনে ক্লিক করুন।এবার দেখুন তো আপনার ওয়েব ব্রাউজারে বাংলা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা।