Weather in Chittagong
চুল পড়লে করণীয় ।
চুল পড়লে পুরুষরা যতটা উদ্বিগ্ন হন অন্য কিছুতে তারা ততটা হন না। কেননা মাথাভর্তি চুল ও পরিপাটি সিঁথি ছেলেদের সৌন্দর্য ও আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। সাধারণত বিশের পর থেকে এবং ত্রিশ বছরের আগ পর্যন্ত ছেলেদের চুল বেশি উঠতে দেখা যায়। আর চুল পড়া শুরু করে মাথার মধ্যভাগ থেকে।এ সমস্যা বংশগতভাবেই বেশির ভাগ সময় হয়ে থাকে। তবে ডিহাইড্রো টেসটোস্টেরন নামক কেমিক্যালের পরিমাণ দেহে বেশি হলে চুলের গোড়া চিকন ও দুর্বল হয়ে যায়। ফলে চুল পড়া শুরু করে। এর অন্য কারণও আছে। যেমন দেহে আয়রনের অভাব, থাইরয়েড সমস্যা ও ছত্রাকের আক্রমণ।এ থেকে মুক্তি পেতে আয়রনযুক্ত খাবার বেশি বেশি খাওয়া প্রয়োজন। তা ছাড়াও চুল ছোট রাখলে চুল অনেকটাই কম পড়ে। আবার ভিটামিন-ই, আয়রন, ম্যাগনেসিয়াম ও জিংকসমৃদ্ধ ভেষজ উপাদান একত্র করে চুলে লাগানো যেতে পারে। তবে ফিনাসটেরিড বা প্রোপেমিয়া নামক এক ধরনের ট্যাবলেট বেরিয়েছে। এটি খেলে চুল পড়া কমে বলে জানান ব্রিটেনের গবেষকেরা।