আমরা যারা কম্পিউটার ব্যবহার করি, তারা অনেকেই আছেন বেশ সৌখিন। যারা সৌখিন মনের তাদের জন্য নিয়ে এলাম মজার এক সফটয়্যার। কিবোর্ডে বাজবে এবার বোমার শব্দ, কোকিলের মিষ্টি আওয়াজ ও টাইপ রাইটারের আওয়াজ। কি বন্ধুরা বিশ্বাস হচ্ছেনা ? হ্যাঁ সত্যি বলছি। এই জন্য
একটি সফটওয়্যারের প্রয়োজন, আর সে সফটওয়্যারটি হচ্ছে Jingle Keyboard হা এখান থেকে ডাউনলোড করুন এই লিঙ্ক থেকে মাত্র ১.০৩ মেগাবাইট । ডাউনলোড করার পর ইন্সটল করুন। ইন্সটল শেষে টাস্কবার আইকনে রাইট বাটন ক্লিক করুন এবং Preferences এ ক্লিক করুনএখানে আপনি Typewriter সিলেক্ট করলে টাইপ রাইটারের আওয়াজ পাবেন, Skirmish এ সিলেক্ট করলে বোমা ফাটার শব্দ পাবেন ও Birds এ সিলেক্ট করলে পাবেন পাখির সুমুধুর সুর। আপনার যেটি পছন্দ সেটি সিলেক্ট করে নিয়ে উপভোগ করতে পারেন। আবার ইচ্ছে করলে শব্দ বন্ধ করে দিতে পারেন Mute সিলেক্ট করুন । কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করতে ভুলবেন না।:-) :-) :-)