ছোট সফটয়্যার এর সাহায্যে দেখে নিতে পারেন ল্যাপটপ ও নেটবুকের ব্যাটারির সকল তথ্য।


নিয়ে এলাম আপনাদের জন্য ছোট একটি সফট। যার নাম BatteryInfoViewএটা দিয়ে আপনি আপনার ল্যাপটপ বা নেট বুকের ব্যাটারির সকল তথ্য যেমন-
নাম, ম্যানুফেকচার নাম, সিরিয়াল নাম্বার, তৈরির তারিখ, ব্যাটারির ক্ষমতা, চার্জিং ও ডিসচার্জ রেট সহ অনেক কিছু দেখতে পাবেন। পোর্টেবল ইন্সটলের কোন ঝামেলা নেই। মাত্র ৩৩০ কেবি। BatteryInfoView.exe তে ডা......বল ক্লিক দিন।এখানে আপনি বাম পাশে বিভিন্ন মেনুতে ডাবল ক্লিক করলেই ব্যাটারি সম্পর্কে হালনাগাদ তথ্য পেয়ে যাবেন এবং BatteryInfoView.chm ফাইলটিতে ডাবল ক্লিক করলে এই সফট এর সম্পর্কে তথ্যাদি দেখতে পাবেন ও কিভাবে ব্যবহার করতে হয় জানতে পারবেন।তাহলে দেরী না করেডাউনলোড করুন এখান থেকে এবং উপভোগ করুন। এটি Win XP/2003/08/Vista/Windows7 এর জন্য প্রযোজ্য।================================================== । ধন্যবাদ।