কৌতুক-০০৩ ছাত্রদের খাতায় কি কি পাওয়া যায় আসুন দেখি ।


এক ছাত্র পরীক্ষার খাতায় লিখেছে, "আলাউদ্দিন খলজি জন্মনিয়ন্ত্রন চালু করেছিলেন।"আসলে কথাটা হবে "মূল্যনিয়ন্ত্রন" বা "দামনিয়ন্ত্রন।"২) আর এক ছাত্র লিখেছিল, "সুলতানা রাজিয়া সিংহাসনে বসে পুরুষ হয়েছিলেন",আসলে উনি পুরুষের পোশাক ধারণ করতেন, পুরুষ হয়েছিলেন বলে জানা নেই।৩) এক ছাত্র লিখেছিল, "টিপু সুলতান কোন অবস্থাতেই জাঙ্গিয়া পরিতেন না",.....আসলে কথাটা হবে, "টিপু সুলতান কোন অবস্থাতেই ভাঙিয়া পরিতেন না" ।
:-P :-P :-P