Weather in Chittagong
মাথাব্যাথা ও করণীয় ।
মাথাব্যথা বলতে সাধারণত আমরা মাথার যন্ত্রণাকে বুঝি। কিন্তু চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় এর বিভিন্ন নাম রয়েছে। সাধারণত মাথায় যেসব ব্যথা হয়ে থাকে সেগুলো হচ্ছে- টেনশন হেডেক বা অত্যধিক চিন্তার ফলে মাথাব্যথা। এ ব্যথা মাথার উভয় পাশ থেকে শুরু করে ঘাড় পর্যন্ত কয়েক দিন ধরে থাকতে পারে। মাইগ্রেট বা মাথার এক পাশে ব্যথা। এ ব্যথাকে আধকপালেও বলা হয়। এ ব্যথার কারণে মাথার এক পাশে ব্যথা করে, সাথে সাথে বমিও হয়। ক্লোস্টার হেডেক বা কিছুক্ষণ পরপর ব্যথা। এর ফলে চোখের চার পাশে ব্যথা হয়। এ ধরনের ব্যথা সাধারণত এক দিন স'ায়ী হয়ে থাকে। তবে এক মাস পর আবারো হতে পারে।‘ক্রনিক হেডেক’ বা দীর্ঘস'ায়ী মাথাব্যথা। এ বাথা ১৫ দিন থেকে তিন মাস পর্যন্ত স'ায়ী হয়।অত্যধিক ধূমপান, অ্যালকোহল পান, অস্বাস'্যকর খাবার খাওয়া, অনিন্দ্রা ও রক্তে সুগারের পরিমাণ কমে যাওয়ায় মাথাব্যথা করতে পারে।সাধারণত ব্যথানাশক ওষুধ খেলেই মাথাব্যথা সেরে যায়। কপালে ব্যথানাশক মলমও লাগানো যেতে পারে। তবে বেশি ব্যথা হলে ট্রিপট্যান এবং ৫ এইচটি জাতীয় ওষুধ খেতে হবে। অনেক সময় ব্রেনে অক্সিজেনের অভাব হলে মাথাব্যথা করে। সে ক্ষেত্রে পর্যাপ্ত অক্সিজেন নিতে হবে। তবে সব সময় চিকিৎসকের পরামর্শ নেয়া জরুরি। সূত্র : বিবিসি।