কানের সমস্যায় করণীয়।


কান মানব দেহের খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। এর মাধ্যমে আমরা কথা বা যেকোনো শব্দ শুনে থাকি। তবে বয়স বাড়ার সাথে সাথে শ্রবণশক্তিও কমতে থাকে। এর ব্যতিক্রমও হয়। যেমন কম বয়সে কানে কম শোনা, তবে সেটা অসুখের কারণে হয়। ভালোভাবে শুনতে হলে কানের ভেতরে পরিবাহন পদ্ধতি ঠিক থাকতে হবে। তাহলেই শব্দ তরঙ্গ নার্ভের মাধ্যমে মস্তিষ্কে পৌঁছবে। আর তখনই মানুষ শুনতে পাবে। শ্রবণশক্তি কমে যাওয়ার অনেক কারণের মধ্যে প্রধান কয়েকটা হচ্ছে- খুব জোরে শব্দ হয় এমন জায়গায় বেশি দিন কাজ করা, কানে সংক্রামক কোনো রোগ হওয়া, ক্যান্সারের প্রতিষেধক বা বিশেষ কোনো অ্যান্টিবায়োটিক খেলেও শ্রবণশক্তি অনেক সময় কমে যায়। আবার কানের ভেতরে ফোড়া হলে বা মাথায় জোরে আঘাত লাগলে এবং জন্মগত কারণেও এ সমস্যা দেখা দিতে পারে। আবার কানের ভেতরে খলি হলেও কম শোনা যায়। শ্রবণশক্তি পরীক্ষার জন্য অডিওগ্রাম করা হয়। এর মাধ্যমে শ্রবণশক্তি পরিমাপ করা হয়। এ সমস্যা থেকে বাঁচতে হলে যেকোনো উঁচুমাত্রার শব্দ থেকে দূরে থাকতে হবে। কানের ভেতরের অংশে শক্ত কিছু ঢোকানো যাবে না। আর বেশি সমস্যা হলে অস্ত্রোপচারও করতে হতে পারে।