মোবাইলের Ram ফ্রেশ রাখার জন্য ছোট্ট একটা জাভা সফটওয়্যার


পরকরুনাময় আল্লাহপাকের নামে শুরু করছি।আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন।

পিসির ram পরিস্কার করার জন্য আমরা কত কিছুই না করি ।একটু পিসি স্লো হলেই শুরু করে দেই নানা রকম ক্লিনিং প্রসেস,ডিফ্রাগ্মেন্টও করি ।কিন্তু মোবাইলেও যে ram আছে এবং সেখানেও যে ময়লা জমে সে খবর কি রাখেন ? তো মোবাইল মেমোরি হালকা করে স্পীডি করার জন্য আপনি কি করেন ? মাঝে মাঝে মোবাইলেরও ডিফাগমেন্ট করা দরকার ,তাছাড়া জমে থাকা ময়লা ফাইলও পরিস্কার করা দরকার ।তাহলেই তো মোবাইল থাকবে সুস্থ ।সেজন্যই আজকে আপনাদের মোবাইলের সুস্থতার জন্য আজকে আমি একটা সফটওয়্যার উপহার দেবো ছোট্ট এই জাভা সফটওয়্যারটির নাম ”মেমোরি আপ ”
এই সফটওয়্যারটি আপনার মোবাইলের মেমোরি অপটিমাইজ করবে,যার ফলে মোবাইলের পারফরমেন্স থাকবে সতেজ ।অনেকেই হয়তো এটি ইতিমধ্যে ব্যবহার করছেন,আবার অনেকে হয়তো জানেন না ।যারা জানেন না তাদেরকে জানাতেই আমার এই ছোট্ট পোস্ট ।

প্রথমে এখান থেকে সফটটা নামায় নেন মোবাইলে :DOWNLOAD MEMORY UP FOR MOBILE
operating System:

Android, BlackBerry, Java, Symbian, Windows Mobile

এখন সফটটা ওপেন করেন ।তাহলে দেখতে পারবেন মোবাইলে কম মেমোরী ব্যবহার হইছে আর কত খালি আছে ।এই বার quieck boost চাপেন ।তাহলেই মোবাইলের মেমোরী ডিফ্রাগমেন্ট শুরু হবে এবং জমে থাকা অপ্রয়োজনীয় ফাইল মুছবে ,পাশাপাশি এলোমেলো ফাইল সাজায় দেবে ।এই ফাইল কিন্তু সিস্টেম ফাইলে জমে থাকা অপ্রয়োজনীয় ফাইল ,যা আপনি দেখছেন না হাইড থাকার কারনে ।