রক্তের জমাটবদ্ধতা ও এর প্রতিকার ।


মানবদেহের রক্ত তরল। তবে এটা যদি ঘন হয়ে যায় তাহলে মৃত্যু পর্যন্ত হতে পারে। রক্ত জমাট হওয়ার ফলে শিরা দিয়ে তা স্বাভাবিকভাবে চলাচল করতে পারে না। ফলে হৃদরোগসহ কঠিন রোগ হওয়ার আশঙ্কা থাকে। দেহের যে কোনো শিরায় রক্ত জমাট বাঁধতে পারে। তবে বেশির ভাগ সময় পায়ের শিরাগুলোতেই এটি হয়ে থাকে।অনেক্ষণ বসে থাকলে বা একদিকে কাত হয়ে শুয়ে থাকলে শিরায় রক্ত জমাট বাঁধে। এর ফলে রক্তের উপাদানগুলো ক্ষতিগ্রস্ত হয়, যার কারণে ক্যানসারও হওয়ার আশঙ্কা থাকে।রক্ত জমাট বাঁধলে পা ফুলে যায় ও ব্যথা করে। অনেক সময় পায়ের রঙ পরিবর্তন হয় ও শিরাগুলো ফুলে যায়।অনেক দিন এ সমস্যা চলতে থাকলে ফুসফুসে মারাত্মক ক্ষতি হয়।জমাট বাঁধা রক্ত তরল করতে এক ধরনের থেরাপি নিতে হয়। এটাকে অ্যান্টিকোগুলান্ট থেরাপি বলে। অথবা হেপারিন ইনজেকশনের মাধ্যমেও তাৎক্ষণিক চিকিৎসা নেয়া যেতে পারে। তবে প্রতিদিন হালকা ব্যায়াম বা শারীরিক পরিশ্রম করলে এ সমস্যার ঝুঁকি কমে।