নিজেই ফ্ল্যাশ করুন আপনার সিমবিয়ান মোবাইল ফোনসেট!!!!!


মাঝে মধ্যেই হ্যাং হয়ে যায় আপনার প্রিয় হ্যান্ডসেট। অনেক সময় হ্যান্ডসেট টি রি-স্টার্ট হয় বারবার। এটি হয় মূলত ভাইরাস সংক্রমণে। যদি হ্যান্ডসেটটির অপারেটিং সিস্টেম সিমবিয়ান হয়ে থাকে, তবে এ সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া সম্ভব। এ জন্য একসঙ্গে * (স্টার), ৩ (থ্রি) ও কল বোতাম (বাটন) চেপে চালু করুন ফোনসেটটি।ব্যস, এতেই সমস্যার সমাধান! এটি করার আগে নকিয়া পিসি সুইটের মাধ্যমে ফোনবুক, এসএমএস ও ফটোসহ অন্যান্য তথ্যের ব্যাকআপ রাখবেন কম্পিউটারে তা না হলে আপনার ফোনের সব তথ্যই হারাতে হবে।